Alexa জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের সরু চূড়ায় হাঁটছেন দুই পর্বতারোহী!

জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের সরু চূড়ায় হাঁটছেন দুই পর্বতারোহী!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩০ ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১১:৩৪ ৭ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাহাড়ের মাথায় অপ্রশস্ত পথে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের সরু চূড়ায় হাঁটার ওই ভিডিও শিউরে ওঠার মতো। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘নেচার ইজ লিট’ নামে একটি টুইটার হ্যান্ডলে ৫৯ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড হয়েছে। এটি এক পর্বতারোহীর হেলমেটে লাগানো গো প্রো ক্যামেরায় রেকর্ড করা হয়। 

এতে দেখা যাচ্ছে, যেখানে একটি পা রাখা যাবে না, এমন একটি পাহাড়ের চূড়ায় উঠছেন দুই পর্বতারোহী। ওই চূড়া ধরে তারা সতর্কভাবে এগিয়ে যাচ্ছেন। সে সময় দুই পর্বতারোহীকে বেশ উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত দেখাচ্ছিল।

ওই ভিডিওতে শুধু পাহাড়ে ওঠার ঘটনাই নয়, লক্ষ্য করার মতো আরো একটি বিষয় রয়েছে। সরু ওই পর্বত চূড়ায় দুই দিকের আবহওয়াও ভিন্ন। একদিকে যখন গভীর খাদের নীচ পর্যন্ত দেখা যাচ্ছে, অন্যদিকে তখন ঘন মেঘে ঢেকে রয়েছে। বেশি দূর দেখাও যাচ্ছে না।

ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন
 

ডেইলি বাংলাদেশ/জেডআর