Alexa জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার 

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০৩ ২১ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের গয়েশপুর থেকে মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুরে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে খালিশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির টহল দল মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় জীবননগর সীমান্ত ইউপির উত্তর গয়েশপুরের ধুসর পুকুরের দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ছয় কেজি গাঁজা উদ্ধার হয়। 

তিনি আরো জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

ডেইলি বাংলাদেশ/জেএস