Alexa জীবননগরে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার 

জীবননগরে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৪ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:০৯ ২২ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুর মাঠ থেকে ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় বিজিবি মাদকবিরোধী অভিযানটি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে।

খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় খালিশপুর ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল দল জীবননগরের মনোহরপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

তিনি আরো জানান, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডেইলি বাংলাদেশ/জেএস