Alexa জীবননগরে ধানের বস্তায় চাপা পড়ে শ্রমিক নিহত 

জীবননগরে ধানের বস্তায় চাপা পড়ে শ্রমিক নিহত 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:৩২ ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ১২:৪৮ ২৩ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় ধানের বস্তায় চাপা পড়ে এক অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাতে পিয়ারাতলায় সততা এগ্রো ফুড অটো রাইসমিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উপজেলার পিয়ারাতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও আহত নাসির উদ্দিন খয়েরহুদা গ্রামের আয়ুব মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক জাফর বলেন, প্রতিদিনের মতো অটো মিলে কাজ করতে যাই। বুধবার রাত পোনে ৩ টার দিকে মিলের হপারে ধান দেয়ার সময় ধানের লাট ভেঙে বস্তার নিচে নিজাম ও নাসির চাপা পড়ে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে আহত অবস্থায় জীবননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন। আহত নাসিরের চিকিৎসা চলছে।  

ডেইলি বাংলাদেশ/এমকে