জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নামানো হবে না মোস্তাফিজকে
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৩৯ ২১ ফেব্রুয়ারি ২০২০

মোস্তাফিজুর রহমান
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু একাদশে রাখার জন্যে স্কোয়াডে ফেরানো হয়নি তাকে। এমনটাই জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ ডোমিঙ্গো বলেন, আমি মনে করি না মোস্তাফিজ এখনো টেস্ট খেলার জন্য প্রস্তুত। তাকে স্কোয়াডে রাখা হয়েছে আমাদের নতুন বোলিং কোচের সঙ্গে যেন টেকনিক্যাল বিষয়ে কাজ করার জন্য সময় ব্যয় করতে পারে। তাকে খেলানোর জন্য স্কোয়াডে ফেরানো হয়নি। তাকে ট্রেইন করা, একটা শেপে আনার জন্যই দলের সঙ্গে রাখা।
তিনি আরো বলেন, আমি মিডিয়াকে নিশ্চিত করে দিচ্ছি মোস্তাফিজ খেলছে না। আগামী ৫ দিন সে দলের সঙ্গে থেকে বোলিং নিয়ে কাজ করবে কীভাবে টেস্ট ক্রিকেটে আবারো ফিরে আসা যায় এ নিয়ে। এই মুহূর্তে আমি বলছি সে টেস্ট খেলার অবস্থায় নেই, তাকে টেকনিক্যালি কিছু কাজ করতে হবে। এটা একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সে খেলবে না।
আগামীকাল সকাল নয়টায় মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে।
ডেইলি বাংলাদেশ/এম