Alexa জিমে না গিয়েই যেভাবে ফিট থাকেন ঐশ্বরিয়া, জানালেন অভিষেক

জিমে না গিয়েই যেভাবে ফিট থাকেন ঐশ্বরিয়া, জানালেন অভিষেক

লাইফস্টাইল ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২০ ১৫ জুন ২০১৯   আপডেট: ১৩:২১ ১৫ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের অনেকেই জন্মের পর থেকে এই বিশ্ব সুন্দরীর নামটি জেনে থাকবেন নিশ্চয়ই! বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়েক সৌন্দর্যে মুগ্ধ গোটা দেশ। মা হওয়ার পর লাইমলাইট থেকে কিছুটা দূরে চলে গেলেও, আবার তিনি ফিরেছেন রুপালি পর্দায়। প্রসবের পর কিছুটা ওজন বেড়ে গেলেও, আবার ওজনকে নিজের আয়ত্বে নিয়ে এসেছেন বলিউড ডিভা। তবে জানেন কি, জিম ছাড়াই নিজেকে ফিট রাখেন ঐশ্বর্য রাই। কীভাবে তিনি এই কাজটি করেন, সেই রহস্য ফাঁস করলেন স্বয়ং তার হাবি অভিষেক।

ঐশ্বর্য রাইয়ের ফিটনেস প্রসঙ্গে অভিষেক বলেন, ‘মা হওয়ার পর ওর জীবনে অভিনয় খানিকটা পিছনে চলে গিয়েছিল। আরাধ্যার জন্মের পর থেকেই সুপারমম হয়ে উঠেছে ও। কিন্তু সেই সময়ে ওজন বেড়ে যাওয়া নিয়ে মিডিয়া অনেক কিছু লিখেছিল। আমার খারাপ লেগেছিল। ওকে যে চেনে, জানে, ও কখনোই জিমে সময় কাটায় না। শুধুমাত্র ‘ধুম টু’-এর শ্যুটিংয়ের সময়ে উদয়, হৃত্বিক আর আমি মিলে ওকে জিমে টেনে নিয়ে গিয়েছিলাম। নাহলে ও সঠিক ডায়েট মেনে খাবার খেয়ে আর প্রচুর পরিমানে জল খেয়ে নিজেকে ফিট রাখে।’

ডেইলি বাংলাদেশ/জেএমএস