জার্মানিতে জাতির জনকের শততম জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:৪৭ ১৮ মার্চ ২০২০

জার্মানিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশের পাশাপাশি জার্মানিতেও ছোট পরিসরে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা, দেশ ও সবার জন্যে দোয়া কামনাসহ নানা আয়োজন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা ও নর্দরাইন ওয়েস্টফালেনের বাংলাদেশ এর অনারারী কনসাল হাসনাত মিয়া এবং অন্যরা। তারা বলেন- শতাব্দীর মহানায়ক জাাতির জনক বঙ্গবন্ধু মানেই প্রাণের বাংলাদেশ আর বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশমাতৃকাকে ভালবেসে সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠা। তাই প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানকে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে অসম্প্রদায়িক সংস্কৃতিকে বুকে লালন করে জাতির জনকের আদর্শে সুশিক্ষিত করে তোলা। আর এই শিশুদের মাঝেই আমরা পাব দেশের ভবিষ্যৎ নেতা। এর আগে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
ডেইলি বাংলাদেশ/এমআরকে