Alexa জামালপুরে চোলাই মদসহ আটক ১

জামালপুরে চোলাই মদসহ আটক ১

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১৯ ৯ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

র‌্যাব ইসলামপুরে ৫০ লিটার চোলাই মদসহ এক মাদককারবারীকে আটক করেছে র‍্যাব। রোববার রাত ৮টায় ইসলামপুরের রামভদ্রা পশ্চিমপাড়া থেকে ওই মাদককারবারীকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি অধিনায়ক এসপি তোফায়েল আহমেদ মিয়া সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, ইসলামপুরের রামভদ্রা পশ্চিমপাড়ায় এনামুল হকের মুদি দোকানের সামনের সড়কের উপরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। 

অভিযানে ওই গ্রামের  শ্রী কৃষ্ণ রবিদাসের ছেলে সুকলাল রবিদাসের বাড়ি থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে সুকলালকে আটক করা হয়। এ ঘটনায় সুকলালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ইসলামপুর থানায় একটি মামলা করা হয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/জেএস