Alexa জামালপুরের বাস ধনবাড়ীর পুকুরে, আহত ২৮

জামালপুরের বাস ধনবাড়ীর পুকুরে, আহত ২৮

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪৪ ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:৪৫ ৩০ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে মাহী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। এরমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কের রূপশান্তি মসজিদ মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ঢাকা থেকে জামালপুরগামী মাহী পরিবহনের একটি বাস ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ২৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

তিনি আরো জানান, এরমধ্যে পাঁচজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপালে পাঠানো হয়। 

ডেইলি বাংলাদেশ/আরএম