Alexa জাপার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির সংশোধিত সময়সূচি

জাপার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির সংশোধিত সময়সূচি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৩১ ২০ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তিতে আবেদনকারীদের সাক্ষাৎকারের সংশোধিত তারিখ ও সময়সূচি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ।

প্রত্যেক বিভাগে তারিখ অনুয়ায়ী ধারাবাহিকভাবে সকাল ১১টা থেকে এ সাক্ষাৎকার শুরু হবে।

চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ
২১ জানুয়ারি- চাঁদপুর, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া। ২২ জানুয়ারি বুধবার- নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা।

বরিশাল ও খুলনা বিভাগ
২৩ জানুয়ারি- বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, খুলনা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট ও সাতক্ষীরা।

রাজশাহী ও রংপুর বিভাগ
২৪ জানুয়ারি- রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও গাইবান্ধা।

ঢাকা ও সিলেট বিভাগ
২৫ জানুয়ারি- ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, ঢাকা মহানগর দক্ষিণ, নারায়ণগঞ্জ, ঢাকা জেলা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভী বাজার এবং বৈদেশিক শাখা।

ডেইলি বাংলাদেশ/এস.আর/আরএইচ