Alexa জানাজা শেষে ফেরার পথে চিরঘুমে চরভদ্রাসন চেয়ারম্যান

জানাজা শেষে ফেরার পথে চিরঘুমে চরভদ্রাসন চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:৫৯ ২৩ অক্টোবর ২০১৯  

মোশাররফ হোসেন মুসা।

মোশাররফ হোসেন মুসা।

আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা।

মঙ্গলবার রাত ৯টায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। মোশাররফ উপজেলার গাজিরটেক ইউপির চর অযোদ্ধা তেলিবাড়ি গ্রামের হোসেন আলী শেখের ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ও অবিবাহিত ছিলেন তিনি।

চলতি বছরের প্রথম দিকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মুসা। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের ভিপিও ছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অল্প দিনেই তিনি জনপ্রিয় হন।

ইউএনও জেসমিন সুলতানা জানান, মঙ্গলবার দুপুরে চর হরিরামপুর ইউপির হাজারবিঘা গ্রামে এক আত্মীয়ের জানাজায় যান মুসা। রাতে ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার সকাল ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে মুসার প্রথম জানাজা হবে বলে জানা গেছে। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর চর হাজীগঞ্জ হাইস্কুল মাঠে।

ডেইলি বাংলাদেশ/এমআর