Alexa জমির উর্বর মাটির স্তর কাটায় দুইজনের দণ্ড

জমির উর্বর মাটির স্তর কাটায় দুইজনের দণ্ড

ফেনী প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৮ ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:১০ ২৩ জানুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনীর পরশুরামে ফসলি জমির উর্বর মাটির স্তর কাটার দায়ে এক ট্রাক্টর চালক ও এক শ্রমিকের পাঁচ দিন করে জেল হয়েছে। 

এ ঘটনায় ট্রাক্টর মালিককেও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে মাটি কাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধনিকুন্ডায় ফসলি জমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়। অভিযান চলার সময় পরশুরাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং। 

এ সময় শ্রমিক মো. মামুনুল ইসলাম ও মো.ওবায়দুল্লাকে পাঁচ দিন করে কারাদণ্ড দেয়া হয়। একই সময় ট্রলির মালিক পৌর এলাকার বাউরখুমা গ্রামের ইদ্রিস ভূঞার ছেলে আবদুল হান্নানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং বলেন,  জমির টপ সয়েল কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়। দুইজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ