Alexa জব্দ মোটরসাইকেল নিয়ে পালানোর ঘটনায় ফেঁসে গেলেন এসআই

জব্দ মোটরসাইকেল নিয়ে পালানোর ঘটনায় ফেঁসে গেলেন এসআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৫৪ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর ঘটনায় এসআই জামিরুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

রোবাবার রাত থেকে এসআই জামিরুল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের হেফাজতে রয়েছেন। রাতে তাকে থানার ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছিল।

এসআই জামিরুল ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় কর্মরত ছিলেন। গত ৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউপির খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মো. উবায়দুলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে তাকে মারধর করেন তিনি। পরে আড়াই হাজার টাকা দিয়ে জামিরুলের হাত থেকে ছাড়া পান ওই দফতরি। এ ঘটনায় ৫ আগস্ট জামিরুলকে প্রত্যাহার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে প্রত্যাহার হওয়ার পর রাঙামাটি জেলার বরকল থানায় যোগ দেন এসআই জামিরুল। পরে গত ১১ নভেম্বর তিনি হাইওয়ে পুলিশের সদর দফতরে যোগদান করেন।

বিভাগীয় একটি মামলায় সাক্ষী দিতে রোববার তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। সন্ধ্যায় তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবন থেকে জব্দ একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কনস্টেবল সালাউদ্দিন তাকে বাধা দেন। কিন্তু জামিরুল বাধা না মেনে মোটরসাইকেল নিয়ে চলে যান। পরে রাতে জামিরুলকে নিজেদের হেফাজতে নিয়ে আসেন সদর মডেল থানার পুলিশ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার এএসপি (সদর সার্কেল) রেজাউল কবির জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ