Alexa জন্মদিনে অভিনেতার ঠোঁটে উষ্ণ চুমুর শুভেচ্ছা অভিনেত্রীর!

জন্মদিনে অভিনেতার ঠোঁটে উষ্ণ চুমুর শুভেচ্ছা অভিনেত্রীর!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:১৬ ২২ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের টিভির জনপ্রিয় মুখ অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে চূড়ান্ত রোম্যান্টিক আদরের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অনিন্দিতা বসু। আর ছবির ক্যাপশনও ছিলো ভারী মিষ্টি। তিনি লিখেছেন, ভাগ্যিস তুমি জন্মেছিলে! লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক!

অনিন্দিতা সৌরভের জমজমাট লাভস্টোরি। ‘বউ কথা কও’ ধারাবাহিক দেখে অনিন্দিতার প্রতি ভাললাগা তৈরি হয়েছিল সৌরভের। এরপর, সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবি ‘গুটি মল্লার’-এ জুটি বাঁধেন কপোত-কপোতি। তখনো একে অপরের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করেননি! সে পর্ব শুরু হল ‘গুটি মল্লার’-এর সিকুয়েল ‘গুটি মল্লারের অতিথি’র শুটিংয়ে। এরপরে গত বছরের জুলাই থেকে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

প্রসঙ্গত, এর আগে উত্তম কুমারের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও চিত্রনাট্যকার-পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অনিন্দিতার। কিন্তু দু’বারই বিবাহ বিচ্ছেদ- এর সম্মুখীন হতে হয় অনিন্দিতাকে। তবে, এখনই বিয়ের কথা ভাবছেন না অনিন্দিতা-সৌরভ! আপাতত চার বছর ভালবাসায় মজে থাকতে চান, তারপর বিয়ে।

ডেইলি বাংলাদেশ/টিএএস