Alexa ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী জাপাকে ঢেলে সাজানো হচ্ছে’

‘জনগণের প্রত্যাশা অনুযায়ী জাপাকে ঢেলে সাজানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৪ ১১ জুন ২০১৯  

ডেইলি বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের বলেছেন, জাপা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে সংসদের ভেতরে-বাইরে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। এজন্য পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে গড়ে তোলা হচ্ছে। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। 

পরে মো. নুরুচ্ছাফা সরকার‌কে আহবায়ক ও আব্দুর রব চৌধুরী‌ টিপুকে সদস্য স‌চিব ক‌রে ১১২ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার ক‌মি‌টির অনু‌মোদন দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পা‌র্টির গঠনত‌ন্ত্রের ২০/১/ক ধারার প্রদত্ত ক্ষমতা ব‌লে তি‌নি এ ক‌মি‌টি অনু‌মোদন দেন।

ক‌মি‌টির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক জ‌সিমুল আনোয়ার খান, আলহাজ্ব এম বোরহান উদ্দিন ফারুকী, কাজী ম‌ু‌জিবুর রহমান, মো. হান্নান চৌধুরী, মো. ছা‌লেম,মাহমুদুল হক বেঙ্গল, আমিনুর র‌শিদ চেয়ারম্যান, মো. সোনা মিয়া, হারুনুর র‌শিদ ও মো. ইউসুফ ।

মতবিনিয় সভায় আরো বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, নুরুচ্ছফা সরকার, আব্দর রব চৌধুরী টিপু প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এস.আর/এলকে

Best Electronics
Best Electronics