Alexa জকিগঞ্জের শাওন চৌধুরী মারা গেছেন

জকিগঞ্জের শাওন চৌধুরী মারা গেছেন

, ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৭:৩২ ১৪ অক্টোবর ২০১৯  

সিলেটের জকিগঞ্জের পীরেরচক গ্রামের শাওন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডেইলি বাংলাদেশের সহ-সম্পাদক ছালিম আহমদ রনি। তিনি জানান, তিন দিন আগে জন্ডিস রোগ ধরা পড়ার পর শাওনকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার প্রস্তুতি নেয় পরিবার। তবে রোববার রাত ১২টায় তার মৃত্যু হয়। মৃত শাওনের জানাজা সোমবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। 

শাওন চৌধুরী জকিগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী আব্দুস শাকুর চৌধুরীর ছোট ছেলে। লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর, প্রবাসীদের সংগঠক এস এম সেকিল চৌধুরীর ভাতিজা তিনি। শাওনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি বাংলাদেশ/আরএ