Alexa ছয় বছরের এই শিশু প্রতি মাসে যেভাবে ২৫ কোটি আয় করেন!

ছয় বছরের এই শিশু প্রতি মাসে যেভাবে ২৫ কোটি আয় করেন!

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৪৭ ২৭ জুলাই ২০১৯   আপডেট: ১৩:৫১ ২৭ জুলাই ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বয়স মাত্র ছয় বছর। প্রতি মাসে আয় করেন ২৫ কোটি! এরই মধ্যে নিজের টাকায় কিনেছেন একটা পাঁচ তলা বাড়ি। এটির দাম বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি টাকা! অবিশ্বাস্য হলেও ঘটনাটা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। নিজের ইউটিউব চ্যানেল থেকে এ অর্থ আয় করেছে ওই শিশু।

শিশুটির নাম আহ হোয়ে জিন। বোরাম নামেই সে নেটদুনিয়ায় খ্যাতি পেয়েছে। তার দু’টি ইউটিউব চ্যানেল আছে। সেসব চ্যানেলের ফলোয়ার সংখ্যা তিন কোটিরও বেশি। তার প্রথম চ্যানেল বোরাম টিউবটয় রিভিউ, এটিতে তাকে বিভিন্ন ধরনের খেলনার বিশ্লেষণ করতে দেখা যায়। আরেকটি চ্যানেলের নাম বোরাম টিউব ব্লগ, সেখানে তার রোজকার জীবনের গল্প বলা হয়।

বিপুল ফলোয়ার থাকা এই দু’টি ইউটিউব চ্যানেল থেকে বোরামের প্রতি মাসে আয় ২৫ কোটি টাকার কাছাকাছি। নিজের রোজগার করা সেই টাকা দিয়েই ওই বাড়ি কিনেছে সে। তবে এতো অল্প বয়সে ইউটিউব চ্যানেল চালানো ঠিক হচ্ছে কি না তা নিয়ে আছে নানা বিতর্ক।

ডেইলি বাংলাদেশ/এনকে