Alexa ছোট্ট দীঘি আজ পার হলো এসএসসির গণ্ডি

ছোট্ট দীঘি আজ পার হলো এসএসসির গণ্ডি

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৫ ৬ মে ২০১৯  

দীঘি

দীঘি

বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে। বিজ্ঞাপনের এই সংলাপটি শুনে নি এমন মানুষ খুব কমই আছে। সংলাপ বলা সেই ছোট্ট মেয়ে দীঘি আজ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর গণ্ডি পেড়িয়েছে। 

এবারের পরীক্ষায় শোবজি অঙ্গনের কিছু তারকা মুখও অংশ নিয়েছেন। এরমধ্যে আছেন চিত্রনায়িকা পূজা চেরী ও অভিনেত্রী দীঘি।

অভিনেত্রী দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি ‘এ-মাইনাস’ (জিপিএ-৩.৬১) পেয়েছেন। অভিনেত্রীর রেজাল্টের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া।

চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘি। তার বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল ছিলেন জনপ্রিয় তারকাদের একজন। আর দীঘি হলো তাদের একমাত্র সন্তান। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীনফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় সবার পরিচিত মুখ হয়ে গিয়েছিলো।

এছাড়া, কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছিলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র। আর নিজের প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই বাজিমাত করেন তিনি পেয়েছেন ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ডেইলি বাংলাদেশ/টিএএস 

Best Electronics
Best Electronics