Alexa ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২২ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় নাজিরপুর বাজারে ছেলের মৃত্যুর খবর শুনে তার মা মারা গেছেন। শনিবার রাতে নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

ইসহাক মিয়া ও রাজিয়া খাতুন নাজিরপুর গ্রামের ইব্রাহিম মুন্সির ছেলে এবং স্ত্রী। 

নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ বাবুল জানান, দুপুরে ইসহাক তার দোকানে স্ট্রোক করে মারা যান। ছেলের মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষণিক ব্রেইন স্ট্রোক করে প্রায় ১৪ ঘন্টা পর মা রাজিয়া খাতুনও মারা যান। 

রোববার নাজিরপুর ঈদগা মাঠে দুপুর ২ টায় মা ও ছেলের জানাজা শেষে তাদের নাজিরপুর সার্বজনীন কবরস্থানে দাফন করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস