Alexa ছেলের প্রেমিকাকে নিয়ে শিক্ষক বাবা উধাও!

ছেলের প্রেমিকাকে নিয়ে শিক্ষক বাবা উধাও!

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৪১ ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ২০:৪৫ ১৩ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও কাম শিক্ষক নাজমুল ইসলাম একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী লাবনী আক্তারকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা যায়, উল্লাপাড়া উপজেলার শলপ ইউপির নওকৈর গ্রামের গার্মেন্টসকর্মী দম্পতি নায়েব আলীর মেয়ে মোছা. লাবনী আক্তার শাহজাদপুরের নরিনা গ্রামে নানা সাইদুল ইসলামের বাড়িতে থেকে লেখাপড়া করছিল। নানার বাড়িতে থাকার সময় নরিনা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি তিন সন্তানের জনক অফিস সহকারী নাজমুল হোসেন কেটু লাবনীকে বাড়িতে প্রাইভেট পড়াতো। এরই একপর্যায়ে নাজমুলের সঙ্গে লাবনীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

শুধু তাইনা শিক্ষক নাজমুলের বড় ছেলের প্রেমিকাও লাবনী। কারণ নাজমুলের বড় ছেলের সঙ্গে লাবনী ওই স্কুলে একই ক্লাসে পড়ে। ধীরে ধীরে ছাত্রী লাবনীর সঙ্গে প্রেমের সম্পর্কের পাশাপাশি অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে শনিবার সকালে ছাত্রী লাবনীকে নিয়ে শিক্ষক নাজমুল উধাও হয়ে যান।

লাবনীর নানা সাইদুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার সময় কোচিং করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে লাবনী আর বাড়ি ফিরে আসেনি।

এ ব্যাপারে নরিনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে ম্যানিজিং কমিটির মিটিং করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ