Alexa ছেলের দায়ের কোপে বাবা নিহত

ছেলের দায়ের কোপে বাবা নিহত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:৪৪ ১৭ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলায় শুক্রবার সকালে ছেলের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন।

নিহত রাশেদ খান ওইউপজেলার সাউথখালী ইউপির পূর্ব সোনাতলা গ্রামের বাসিন্দা।

শরণখোলা থানার ওসি এসকে আবদুল্লাহ আল সাইদ জানান, নিহতের ছেলে কুদ্দুস খান মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু সুস্থ না হওয়ায় তাকে বাড়িতে শিকলবন্দী করে রাখা হতো।

ওসি আবদুল্লাহ আরো জানান, শুক্রবার সকালে শিকল খুলে দেয়ার পর দা নিয়ে রাশেদ খানকে কুপিয়ে গুরুতর জখম করেন কুদ্দুস। গুরুতর আহত রাশেদ খান শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
 

ডেইলি বাংলাদেশ/এআর