Alexa অবশেষে ছেলের আঘাতে আহত বাবার মৃত্যু, গ্রেফতার ছেলে

অবশেষে ছেলের আঘাতে আহত বাবার মৃত্যু, গ্রেফতার ছেলে

হবিগঞ্জ প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:২০ ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০১:২৭ ২৮ জানুয়ারি ২০২০

তোফাজ্জল মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

তোফাজ্জল মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পরিবারিক কলহের জেরে ছেলের আঘাতে আহত বাবা নাজিম উদ্দিন অবশেষে মারা গেছেন। 

সোমবার সন্ধ্যায় ছেলে তোফাজ্জল মিয়াকে জসলুখা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার জলসুখার শঙ্খমহল উত্তরপাড়া গ্রামের নাজিম উদ্দিনের সঙ্গে বড় ছেলে তোফাজ্জল মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোফাজ্জল মিয়া উত্তেজিত হয়ে বাবার মাথায় আঘাত করে। এতে নাজিম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সোমবার সকালে মারা যান।

ওসি আরো বলেন, এ ঘটনায় রাতেই নিহতের ছোট ছেলে আজিজ মিয়া বাদী হয়ে বড় ভাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। তোফাজ্জলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর