Alexa ছাত্রের কানের পর্দা ফাটানো সেই শিক্ষককে শোকজ

ছাত্রের কানের পর্দা ফাটানো সেই শিক্ষককে শোকজ

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২৫ ২০ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দার হাজী আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ছাত্রের কানের পর্দা ফাটানো প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ম্যানেজিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি জালাল উদ্দিন মাতুব্বর জানান, কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগে একাধিকবার এ ধরনের অপরাধ করার অভিযোগ রয়েছে।

সোমবার অভিযুক্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের থাপ্পড়ে নবম শ্রেণির ছাত্র আজিম শেখের কানের পর্দা ফেটে যায়। ওই ছাত্রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই ঘটনায় নগরকান্দার ইউএনও আহসান মাহমুদ রাসেলের কাছে লিখিত অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

ডেইলি বাংলাদেশ/এআর