Alexa ছাগল যখন গাছে ধরে!

ছাগল যখন গাছে ধরে!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১০ ২৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:১৯ ২৫ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছাগলের অদ্ভুদ অনেক কাজের কথা শুনেছি কিংবা যারা এ পশুটি পালেন তারা হয়তোবা নিজেরাও দেখেছেন। আর এ পশুটির প্রজনন হয় কেবল মাত্র এর মাতৃগর্ভ থেকেই। কিন্তু শিরোনামটা দেখে অনেকেই হয়তো একটি ভড়কে গেছেন! আর হওয়াটাই স্বাভাবিক।

তবে গাছে ছাগল না ধরলেও পশুটির বিচরণ দেখলে অনেকেই মনে করবে গাছে সত্যিই ছাগল ধরেছে! আর এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একজন রাশিয়ান নাগরিক আফ্রিকার দেশ মরোক্কোর দক্ষিন-পশ্চিমাংশে ঘুরতে এসে ভিডিওটি করেন। 

আসল ঘটনাটি হলো, শুষ্ক জলবায়ুর ওই অঞ্চলে মাঠে ময়দানে কোন ঘাস এবং পানি না থাকায় ছাগলদের মালিকরা গাছের ডাল ছেটে দেন। আর এ কারণেই তাদের পোষা ছাগলগুলো অনায়াশেই গাছে উঠতে পারে এবং নিজেদের প্রয়োজন মতো খাবার গ্রহণ করে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস