Alexa চৌদ্দগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

চৌদ্দগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:০০ ১৩ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় তৈরি দুটি বন্দুক ১০টি কার্তুজসহ রমজান আলী নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এএসআই সুমন দাস।

গ্রেফতার রমজান আলী উপজেলার আলকরা ইউপির আলকরা গ্রামে দক্ষিণ পাড়ার নুরুল হক ওরফে হুক্কি মিয়ার ছেলে।

এএসআই সুমন দাস জানান, রমজানের বিরুদ্ধে মারামারি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক ও ১০টি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ