বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের নাম
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:০০ ১৬ নভেম্বর ২০১৯ আপডেট: ২০:১২ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। শনিবার ঘোষণা করা হলো আসরে অংশ নেয়া সাত দলের নাম।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবারের আসরে অংশ নেয়া সাত দলের নাম।
দলগুলো হচ্ছে:
১. যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন
২. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৩. প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স
৪. সিলেট থান্ডার্স
৫. রংপুর রেঞ্জার্স
৬. রাজশাহী রয়্যালস
৭. কুমিল্লা ওয়ারিয়র্স
আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। এর তিন দিন আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
রোববার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সন্ধ্যা ৬টায় শুরু হবে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
ডেইলি বাংলাদেশ/এম