Alexa চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে নিহত ২

চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৭ ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১১:৫৫ ৭ ডিসেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামের একটি মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে। 

নিহত দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ঝন্টু (৪০)  ও ধুলো চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে ধুলো (৪৩)।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে গোলাগুলিতে ঝন্টু ও ধুলো নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ