চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় গেল সাইকেল আরোহীর প্রাণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:০৬ ১৯ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামে ট্রাকের ধাক্কায় জিয়া উদ্দীন নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। জিয়া উদ্দীন দামুড়হুদার নতুন পাড়া গ্রামের আবু বাক্কার ছেলে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে জিয়া উদ্দীন চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে দামুড়হুদার লক্ষীপুর বালুপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকচালককে আটক করেছে।
ডেইলি বাংলাদেশ/আরএম