Alexa চুলে হলুদ ব্যবহার করে ম্যাজিক দেখুন

চুলে হলুদ ব্যবহার করে ম্যাজিক দেখুন

লাইফস্টাইল ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২০ ২৩ মে ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্বকের যত্নে হলুদের ব্যবহার সম্পর্কে সবাই জানে। শুনতে একটু অন্যরকম লাগছে? শুধুমাত্র ত্বক ভাল রাখতেই নয়, চুলের সৌন্দর্যেও হলুদের ভূমিকা রয়েছে। হলুদের বিভিন্ন কমপাউন্ড স্ক্যাল্পের নানা সমস্যা প্রতিরোধ করতেও একইরকম উপকারি।

পরীক্ষায় প্রমাণিত যে খুশকির সমস্যা কমাতে হলুদ কার্যকরী। শ্যাম্পু করার আগে সমপরিমাণে অলিভ অয়েল এবং কাঁচা হলুদবাটা একসঙ্গে ভালভাবে মিশিয়ে (চাইলে অলিভ অয়েলের সঙ্গে কাঁচা হলুদ বেটে নিতে পারেন) পুরো স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। অন্তত ২০-৩০ মিনি রেখে শ্যাম্পু করে নিন।
 
চুল পড়া আটকাতেও হলুদের জুড়ি মেলা ভার। হলুদের কারকিউমিন স্ক্যাল্পে রক্ত চলাচল সঠিক রাখে যা ফলে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে হলুদবাটা মিশিয়ে ভালভাবে স্ক্যাল্প মাসাজ করুন। উপকার পাবেন।

ডেইলি বাংলাদেশ/জেএমএস

Best Electronics
Best Electronics