Alexa চুরি হয়ে যাওয়া গাঁজার খোঁজ দিতে পুলিশকে ফোন!

চুরি হয়ে যাওয়া গাঁজার খোঁজ দিতে পুলিশকে ফোন!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:৫৮ ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৭:১২ ১৯ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

চুরি হয়ে যাওয়া গাঁজার খোঁজ দিতে এক যুবকের ফোন কলে রীতিমতো অতিষ্ঠ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ। পাসকো কাউন্টির শেরিফ অফিসের পুলিশ কর্মকর্তারা বারবার ফোন করতে নিষেধ করলেও, কিছুতেই শুনছেন না ওই যুবক।

যুবক অভিযোগ করছেন, রুমমেট তার গাঁজা চুরি করেছে। সেই গাঁজা খুঁজে দেয়ার জন্য কয়েক দিন ধরে পুলিশকে টানা ফোন দিয়ে যাচ্ছেন তিনি।

১৩ অক্টোবর, রোববার এক অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন সেখানকার এক পুলিশ অফিসার।

ভিডিওতে দেখা গেছে, গাড়িতে যেতে যেতে ঘটনার বর্ণনা করছেন এক পুলিশ কর্মকর্তা। তখনো ফোন করেই যাচ্ছিলেন ওই যুবক। আর যথারীতি তাকে ফোন করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন ওই কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা বলছেন, মাত্র ফোনটা ধরলাম। এক যুবক ফোন করে বলছেন, রুমমেট তার ২০ ডলার মূল্যের গাঁজা চুরি করেছে। এ ঘটনায় সে খুব হতাশ। গাঁজা চুরির অভিযোগ নিয়ে তাকে ফোন করতে নিষেধ করলাম আমি।

তবে এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন ওই অফিসার।

>>ভিডিওটি দেখতে ক্লিক করুন<<

ডেইলি বাংলাদেশ/আরএ