Alexa চুম্বন দৃশ্যে মাধুরীর অস্বস্তি!

চুম্বন দৃশ্যে মাধুরীর অস্বস্তি!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩৩ ১০ অক্টোবর ২০১৯  

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত তখন নবাগত নায়িকা। সে সময় বলিউড সুপারস্টার বিনোদ খান্নার বিপরীতে ‘দয়াবান’ ছবিতে চুক্তিবদ্ধ হন মাধুরী। ফিরোজ খানের এই ছবিতে ২১ বছর বয়সের মাধুরীর বিপরীতে ৪২ বছরের বিনোদের রসায়ন কেমন জমবে তা নিয়ে মাধুরী বেশ চিন্তায় ছিলেন।

যদিও ছবিটি মুক্তির পর দর্শক আবিষ্কার করলেন নতুন জুটির চরম রসায়ন। কারণ সে ছবিতেই মাধুরীর ঠোঁটে গভীর চুমো খেয়েছিলেন বিনোদ খান্না। তাদের লিপ-লক নিয়ে সে সময় দর্শক মহলে হইচই পড়ে যায়। চুমো বাদেও কিছু প্রেমময় দৃশ্যে দেখা গিয়েছিল দুজনকে। তাদের প্রেম দেখতে অসম লাগলেও দর্শক ছবিটি সাদরে গ্রহণ করেছিল। 

ছবির ‘আজ ফির তুমপে প্যায়ার আয়া হ্যায়’ গানে মাধুরী ও বিনোদের আবেগঘন দৃশ্য দেখার জন্যই দর্শক বারবার ছবিটি দেখেছেন। এরপর অবশ্য মাধুরীকে নিজের অবস্থানের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সে বছরই ‘তেজাব’ ছবির মাধ্যমে বলিউডে নিজের চাহিদা বাড়িয়ে নেন এই বলিউড ডিভা।

পরবর্তী সময়ে ছবির গল্প চিত্রনাট্য পছন্দ না হলে অভিনয় করতেন না, অনেক সময় দৃশ্য চিত্রনাট্য থেকে বাদ দিতে বলতেন। কিন্তু আশির দশকের ওই সময়ে মাধুরীর পক্ষে সিনিয়র কোনো অভিনেতা বা পরিচালকের সিদ্ধান্তের বাইরে যাওয়া সম্ভব ছিল না। তাই মাধুরীও পারেননি। বাধ্য হয়েই বিনোদের বুকের নিচে নিজেকে সঁপে দিয়েছিলেন!

মজার ব্যাপার হলো, ‘দয়াবান’ মুক্তির ৯ বছর পর ১৯৯৭ সালে বিনোদের ছেলে অক্ষয় খান্নার প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাকে ‘মোহাব্বত’ ছবিতে। তারপর থেকেই বিনোদের সঙ্গে চুম্বনের দৃশ্য নিয়ে মাধুরীর বেশ অস্বস্তি ছিল।

ডেইলি বাংলাদেশ/এনএ