Alexa চীন-জাপান যুদ্ধ শুরু, হল্যান্ডের ৭টি প্রদেশের স্বাধীনতা ঘোষণা

ইতিহাসের পাতায় আজ  

চীন-জাপান যুদ্ধ শুরু, হল্যান্ডের ৭টি প্রদেশের স্বাধীনতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৯ ২৫ আগস্ট ২০১৯  

১৮১৪ - জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

১৮১৪ - জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

আজ যা ঘটছে, কাল তা ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটা পাতায় লুকিয়ে আছে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়াবলী। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্ন থাকে। পাঠক চাহিদার কথা বিবেচনা করে আমাদের এই নিয়মিত আয়োজন- ইতিহাসের পাতায় আজ।

২৫ আগস্ট ২০১৯, রবিবার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৬ তম (অধিবর্ষে ২৩৭ তম) দিন।

ঘটনাবলিঃ

১৫৮১ - হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৮১৪ - জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

১৮৪৮ - অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৯৪ - চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।

১৯৪৬ - প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয় ।

১৯৪৮ - পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।

১৯৭৮ - মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।

জন্ম:

১৭৯৭ - ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টার জন্ম ।

১৭৯৯ - স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাসের জন্ম ।

১৮৯২ - সাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম।

১৮৯৯ - চলচ্চিত পরিচালক আর্থার লুবিনের জন্ম ।

১৯২৩ - সুইডিশ লেখক মারিয়া গ্রাইপের জন্ম ।

১৯২৯ - ভারতীয় বাম রাজনীতিক সোমনাথ চ্যাটার্জীর জন্ম ।

মৃত্যু:

১৮৩৪ - বৃটিশ সাহিত্যিক ও দার্শনিক স্যামুয়েল টেইলার কলেরিজ মৃত্যুবরণ করেন।

১৮৪৩ - পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোসের মৃত্যু।

১৯৬৩ - ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তির মৃত্যু। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ