Alexa চীনে সবচেয়ে বেশি ঝুঁকিতে বন্দী মুসলিমরা

করোনাভাইরাস আতঙ্ক

চীনে সবচেয়ে বেশি ঝুঁকিতে বন্দী মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৭ ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:০০ ২৮ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে পৌঁছে গেছে করোনাভাইরাস। ওই অঞ্চলটিতেই ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দি করে রেখেছে দেশটির সরকার। সেখানে এই ভাইরাস আরো ছড়ালে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বন্দী থাকা মুসলিমরা। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বৃহস্পতিবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জিনজিয়াংয়ে দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন ৪৭ বছর বয়সী লি এবং অন্যজন ৫২ বছর বয়সী গিউ। আক্রান্ত ওই দুই ব্যক্তি সম্প্রতি হুবেইর উহান শহরে ভ্রমণে গিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত ১০ জানুয়ারি উহানে প্রথম এই রোগ ধরা পড়েছে।

উইঘুর মুসলিমদের আটকে রাখার সেসব ক্যাম্পের পরিবেশ প্রচণ্ড নোংরা। এছাড়া সেখানকার অবকাঠামো ব্যবস্থাও ভালো না। ডিট্নেশন সেন্টারগুলোতে স্বল্প জায়গার মধ্যেই বন্দী রাখা হয়েছে সেসব মুসলিমদের।

জিনজিয়াংয়ে উইঘুরদের মোট ৪৬৫টি ক্যাম্প রয়েছে।  ২০১৮ সালে সেসব ক্যাম্পের সাবেক এক বন্দী ওমর সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, তার সঙ্গে একই কক্ষে আরো ৪৫ জনকে আটকে রাখা হয়েছিল। ঘুমানোর জন্য খুব কম জায়গা পেতেন তারা।

উইঘুর ক্যাম্প

দুই বছর আগে ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিলেন সাইরাগুল সৌবেই নামের এক ব্যক্তি। তিনি বলেন, ক্যাম্পের খাবার খুবই বাজে। সেখানকার পরিবেশ অনেক অস্বাস্থ্যকর। এছাড়া ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না সেখানে। 

তিনি আরো জানান, ১৬ বর্গমিটারের একটি কক্ষে ১৬ জন থাকতেন তারা। টয়লেটের জন্য প্রতিটি রুমে একটি প্লাস্টিকের বালতি ছিল। প্রত্যেক বন্দীকে সেটি ব্যবহার করতে দুই মিনিট করে সময় নির্ধারিত করে দেয়া হত। দিনে মাত্র একবার সেই বালতি পরিষ্কার করা হতো।

জিনজিয়াংয়ে এই ভাইরাস ছড়ালে ক্যাম্পে বন্দিদের ওপর তার মারাত্মক প্রভাব পড়বে। এ প্রসঙ্গে বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি দুলকুন ইসা বলেন, এ ভাইরাসের কারণে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের চীন ও মধ্যএশিয়ার ইতিহাস বিভাগের অধ্যাপক জেমস মিলওয়ার্ড এক টুইটার পোস্টে বলেন, একত্রে এতো মানুষের বসবাস, অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগপ্রতিরোধ ব্যবস্থা না থাকায় ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারে আটক থাকা উইঘুর মুসললিমদের ওপর।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া সেখানে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র- বিজনেস ইনসাইডার

ডেইলি বাংলাদেশ/এসএমএফ