Alexa চিলমারী বন্দর হবে আন্তর্জাতিক নৌরুট: খালিদ

চিলমারী বন্দর হবে আন্তর্জাতিক নৌরুট: খালিদ

কুড়িগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৩৮ ২২ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চিলমারী নৌবন্দর আন্তর্জাতিক রুট হিসেবে চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রুটটি চালু হলে এ এলাকার অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রটোকল চুক্তি রয়েছে। এছাড়া ভুটানের সঙ্গে একটি প্রটোকলের আলোচনা চলছে। এজন্য চিলমারী নদীবন্দরে একটি কাস্টমস অফিসের জন্য এনবিআরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিএনপি গুজবের রাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করছে। এ পরিবারে যারা রাজনীতি করছে তারা দেশকে বিপদে ফেলতে চায়। রাজনীতির পথ হারিয়ে তারা কখনো পেঁয়াজ, কখনো লবণ আবার কখনো পরিবহন নিয়ে গুজবের রাজনীতি করছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, নৌপরিহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, এসপি মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমআর