Alexa চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:০০ ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৮:০৫ ৬ ডিসেম্বর ২০১৯

মাহফুজুর রহমান খান

মাহফুজুর রহমান খান

নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর চকবাজারের শাহী মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিএফডিসিতে দ্বিতীয় জানাজার পর বিকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়। বিষয়টি জানান তার ভাতিজা শাহাদাত রহমান খান। 

শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রথম জানাজার পর বিএফডিসিতে শেষবাবের মতো চলচ্চিত্রের মানুষেরা শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, নাঈম, ওমর সানি, অমিত হাসান, সায়মন, বাপ্পী, অঞ্জনা, ববিতা, সুচন্দা, অরুনা বিশ্বাসসহ চলচ্চিত্রেরর আরো অনেকে। সেখানে বেলা সাড়ে তিনটায় টার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

গত ২৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনও পুরোপুরি সুস্থ ছিলেন মাহফুজুর রহমান খান। কিন্তু ওইদিন সন্ধ্যায় খেতে বসলে তার কাশির সঙ্গে প্রচণ্ড ব্লিডিং শুরু হয়। এরপর রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন। সেখানে থেকে ৩০ নভেম্বর পারিবারিক সিদ্ধান্তে ইউনাইটেডের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মাহফুজুর রহমান খান পেশাদার চিত্রগ্রাহক হিসেবে ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। 

ডেইলি বাংলাদেশ/এনএ