Alexa চিড়িয়াখানা কর্মীর হাত কামড়ে নিল সিংহ, ভাইরাল ভিডিও

চিড়িয়াখানা কর্মীর হাত কামড়ে নিল সিংহ, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১৩ ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৮:১৬ ১৩ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাঁচার মধ্যে থাকা সাদা সিংহকে খাবার খাওয়াতে যান এক চিড়িয়াখানা কর্মী। সেই খাবার দেয়ার সময় সিংহটি যুবকটির হাত কামড়ে ধরে। 

পাকিস্তানের করাচির চিড়িয়াখানায় উপস্থিত দর্শকের সামনেই ঘটেছে এ রকম ঘটনা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

করাচি জুলজিক্যাল গার্ডেনে কাজ করেন কানু পিরাদিত্তা। মঙ্গলবার তিনি সাদা সিংহটিকে কাঁচা মাংস খাওয়াতে গিয়েছিলেন। তখন আচমকাই তাকে আক্রমণ করে সিংহটি। 

কানুর বাঁ-হাত কামড়ে ধরেছিল সে। সিংহের মুখে পড়ে চিৎকার করছিলেন কানু। কিন্তু সিংহের মুখ থেকে ছাড়িয়ে আনতে পারছিলেন না নিজের হাত।

এই ভয়াবহ দৃশ্য দেখে দর্শকরাও চিৎকার করতে শুরু করেন। সিংহের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে জোরে জোরে চিৎকার করেন তারা। 

প্রায় ৪০ সেকেন্ডের চেষ্টার পর কোনো মতে হাত ছাড়িয়ে আনতে সমর্থ হন কানু। হাত ছাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর তার হাত দিয়ে ঝরছে রক্ত। এই ঘটনার পরই কানুকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে/মাহাদী