Alexa চার বছর ধরে একই জায়গায় অপেক্ষায়!

চার বছর ধরে একই জায়গায় অপেক্ষায়!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪৭ ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:০৭ ১২ অক্টোবর ২০১৯

অপেক্ষারত বনবন। ছবি: ইন্টারনেট

অপেক্ষারত বনবন। ছবি: ইন্টারনেট

একটি কুকুর ছানা রাস্তার পাশে অপেক্ষা করছে। দু-এক দিন নয়। দীর্ঘ চার বছর। তাও একই জায়গায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

থাইল্যান্ডে বনবন নামে একটি কুকুর ছানা এই অপেক্ষায় ছিলেন। ওই ভিডিওটিতে মানুষের প্রতি কুকুরের ভক্তি ও ভালোবাসার প্রমাণ প্রমাণ পাওয়া গেছে। 

এতে দেখা যায়, অসহায়ভাবে একটি কুকুর ছানা রাস্তার ধারে বসে আছে। সে তার মনিবের অপেক্ষা করছিল। অবশেষে মণিবের সঙ্গে দেখা হয় বনবনের।

ওই ভিডিও’র ফুটেজে আরো দেখা যায়, মনিবের সঙ্গে দেখা হওয়ার পর আনন্দে মেতে উঠেছিল বনবন। কিন্তু রাস্তার সেই জায়গা থেকে যেতে অস্বীকার করছিল বনবন। 

যদিও রাস্তায় থাকাকালীন স্থানীয় একজন বনবনের দেখাশুনা করছিল। চার বছর পর সেই জায়গায় যখন বনবনের মণিব এসে পৌঁছয় তখন তার কাছ থেকে বনবনের এই প্রভুভক্তির কথা জানতে পারেন। তবে এবার মণিব বনবন নাম বদলে নতুন নাম দিয়েছেন লিও।

ডেইলি বাংলাদেশ/জেডআর