Alexa চাকুসহ চাঁদাবাজ আটক 

চাকুসহ চাঁদাবাজ আটক 

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:১৬ ১৩ ডিসেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনী শহরের খেজুর চত্বর এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে মো. সুমনকে চাকু ও চাঁদার টাকাসহ আটক করেছে র‌্যাব।

ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. নুরুজ্জামান জানান, খেজুর চত্বর সংলগ্ন শহীদ শহীদুল্লা কায়সার সড়কে মিষ্টি ছায়া ফুড এর সামনে সিএনজি চালকদের কাছে থেকে চাঁদা আদায়ের সময় ছাগলনাইয়ার মো. সুমনকে আটক করা হয়। এ সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ৪-৫ ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। আটককে তল্লাশি করে প্যান্টের ডান পকেট হতে স্টিলের তৈরি চাকু ও বাম পকেট থেকে চাঁদার পাঁচ হাজার ৩৫ টাকা উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়াদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সুমন জানায় তারা হলো রিপন ও মো. আইয়ুব। সুমনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


 

ডেইলি বাংলাদেশ/জেএইচ