Alexa নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা-ছেলে

নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা-ছেলে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩৭ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:৪৮ ৯ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজের ২৪ ঘণ্টা পর বুধবার সকালে উপজেলা সদরের বান্নাপাড়ায় নদীর কিনারায় তাদের মরদেহ ভেসে উঠে। 

নিহতের চাচাত ভাই জুয়েল জানান, মঙ্গলবার সকালে তার ভাই শাহাবুদ্দিন ও ভাতিজা আব্দুল্লাহ পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তাদের সন্ধান পায়নি। আলো স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি অভিযান পরিত্যক্ত ঘোষণা করে। পরে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বান্নাপড়ার পদ্মা নদীর কিনারা থেকে দুটি মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ দুটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ