Alexa চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নজরুল সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নজরুল সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২৬ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। রোববার দুপুরে এর উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এর আগে সকালে ডিসি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

ডিসি এজেডএম নূরুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. অসিত রায়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুণ্ডু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, রাজশাহীর শাহমখদুম কলেজের সাবেক অধ্যক্ষ ড. তশিকুল ইসলাম রাজা প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমআর