চাঁদপুরে ৩ হাজার ৩৩৭ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার
চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:২৮ ২২ মে ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
করোনাভাইরাসের পরিস্থিতির কারণে চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার ৩ হাজার ৩৩৭ পরিবারের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।
চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানের উদ্যোগে ‘উপহার যাবে বাড়ি’ প্রোগ্রামের আওতায় এসব উপহার বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌঁছানো হয়।
এই প্রোগ্রামের আওতায় দু’টি হট লাইন নম্বরে কল রিসিভ করে এবং যাচাই বাছাই করে পরবর্তীতে স্বেচ্ছাসেবীদের পাঠানো হয়। এই প্রেগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুরের এডিসি (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৩৭ টি পরিবারের কাছে এই প্রোগামের মাধ্যমে উপহার পৌঁছে দেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ