Alexa চাঁদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৪ ২২ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুর শহরের রহমতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।

নিহত সালমা বেগম চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদীর খালেক ব্যাপারীর মেয়ে। সাজাপ্রাপ্ত গফুর মিজি ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর গ্রামের রহমান মিজির ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ অক্টোবর সালমার বাড়িতে বেড়াতে যান ছোট ভাই সাইফুল ইসলাম। ওই রাতে বিষয়টি নিয়ে স্বামী গফুরের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। পরদিন সকালে ঘুম থেকে উঠে বোনের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন সাইফুল। ওই ঘটনায় অপমৃত্যু মামলা হয়।

এজাহারে আরো বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ জুন ময়নাতদন্তে প্রমাণিত হয় সালমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে সালমার মা রহিমা বেগম গফুর মিজিকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় গফুর মিজিকে গ্রেফতার করা হয়। ওই বছরের ১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ডেইলি বাংলাদেশ/এআর