Alexa চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময়

চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৪ ১১ ফেব্রুয়ারি ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এসপি জিহাদুল কবির।

এ সময় জিহাদুল কবির বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে মাদক ও দুর্নীতি প্রতিরোধ করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এরইমধ্যে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এসপি জিহাদুল কবির বলেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে সাংবাদিকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সাংবাদিকদের সহযোগিতা চাই।

সভায় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল এসপি মো. মিজানুর রহমান, এএসপি শাকিলা ইয়াসমিন সূচনা, সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক মুনির চৌধুরী প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর