Alexa চাঁদপুরে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও কর্মধারা’ শীর্ষক সেমিনার

চাঁদপুরে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও কর্মধারা’ শীর্ষক সেমিনার

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩৮ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও কর্মধারা শীর্ষক সেমিনার হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সেমিনার হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর সৈয়দ শওকতুজ্জামান। 

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার বর্তমান রেজিস্ট্রার ড. মো. আব্দুল হক তালুকদার।

ডেইলি বাংলাদেশ/জেএইচ