Alexa চলে গেলেন সারদা সুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকা  

চলে গেলেন সারদা সুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকা  

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৭ ১১ জুলাই ২০১৯   আপডেট: ১৯:০১ ১১ জুলাই ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষিকা শাহাজাদী বেগম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহাজাদী বেগম বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লি প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ওয়ালিয়ার রহমানের স্ত্রী। ওই প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ ছিলেন তিনি। 

এছাড়া শাহজাদী বেগম সনাক ফরিদপুরের স্বজন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন। জেলা খেলাঘরের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও স্কাউট আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।  

শাহজাদী বেগম ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠাকালিন সময় থেকেই তিনি সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ২০১৭ সালে অবসরে যান। তাঁর মৃত্যুতে জেলা খেলাঘর শোক প্রকাশ করেছে।

ডেইলি বাংলাদেশ/এমএইচ