Alexa চবিতে শুরু হচ্ছে ‘সিইউ ডিবেট ফেস্ট’

চবিতে শুরু হচ্ছে ‘সিইউ ডিবেট ফেস্ট’

চবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৪৯ ৭ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে শুক্রবার ও শনিবার হতে যাচ্ছে ‘সিইউ ডিবেট ফেস্ট ২০১৯’। ওয়েল ফুড এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহন থাকবে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংগঠনটির সভাপতি হিমাদ্রি শেখর নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারা দেশের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩২ টি দল এবং ১২ জন বিচারকের অংশগ্রহনে ব্রিটিশ পার্লামেন্টারি ধারায় আয়োজন করা হবে এবারের বিতর্ক প্রতিযোগিতাটি। 

প্রতিযোগিতার প্রথম দিন শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পরদিন প্রতিযোগিতার সমাপনী ও পুস্কার বিতরনী অনুষ্ঠান নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহামেদ এবং ওয়েল গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর সায়েদ সিরাজুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করবেন সিইউডিএসের মডারেটর ও চবি আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান।

আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিইউডিএসের সভাপতি হিমাদ্রি শেখর নাথ। যুগ্ম-আহ্বায়ক হিসেবে থাকবেন সংগঠনটির যুগ্ম সম্পাদক ইন্তিসার বিন ইসমাইল এবং গবেষণা ও উন্নয়ন সম্পাদক নূর ইসলাম বিপ্লব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, দেশের প্রতিটি জায়গায় যুক্তিভিত্তিক চিন্তা-চেতনা পৌঁছে দেয়াই এবারের আয়োজনের লক্ষ্য। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় গুলোই হবে এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয়।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এছাড়াও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে। 

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) চবির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন। প্রতিবছর বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকে সংগঠনটি। যার মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ও ক্লাব ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা উল্ল্যেখযোগ্য।

ডেইলি বাংলাদেশ/এমএইচ