Alexa চট্টগ্রাম-বরিশালের জন্য দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

চট্টগ্রাম-বরিশালের জন্য দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩৮ ১২ অক্টোবর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল হতে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু প্রস্থান করার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ