Alexa চট্টগ্রাম চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৭ ১১ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর পাঠানটুলী এলাকা থেকে এক চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার কর্ণফুলী গলির একটি চেম্বার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম মনির হোসেন।

ডবলমুরিং থানার ওসি সুদীপ কুমার দাস জানান, চেম্বারের ভেতর ঘুমিয়ে ছিলেন ডা. মনির। দুই দিন পর চেম্বার থেকে গন্ধ বের হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ চেম্বারের ভেতরে খাটে গলিত মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ