Alexa চট্টগ্রামে সড়কে ঝরলো ট্রাফিক সার্জেন্টের প্রাণ

চট্টগ্রামে সড়কে ঝরলো ট্রাফিক সার্জেন্টের প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:১২ ১৮ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল্লাহ বকসী নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফৌজদারহাট বন্দর বাইপাস সড়কের হালিশহর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বকসী নরসিংদী জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

আব্দুল্লাহ কীভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, সেটা জানা যায়নি।

সীতাকুণ্ডের ট্রাফিক পরিদর্শক (টিআই) রফিক আহমদ মজুমদার বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আব্দুল্লাহ বকসীকে উদ্ধার করেন একটি ব্যক্তিগত গাড়ির চালক। পরে আহত আব্দুল্লাহকে ফৌজদারহাট ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করে তিনি চলে যান। 

ফৌজদারহাট ট্রাফিক পুলিশের সদস্যরা আব্দুল্লাহকে প্রথমে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। চমেক হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ বকসীকে মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/আরএম