Alexa চট্টগ্রামে শ্রেষ্ঠ ডিসি ইলিয়াস

চট্টগ্রামে শ্রেষ্ঠ ডিসি ইলিয়াস

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২৭ ২৭ জানুয়ারি ২০২০  

মোহাম্মদ ইলিয়াস হোসেন

মোহাম্মদ ইলিয়াস হোসেন

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি চট্টগ্রামের ডিসি হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ডিসি হিসেবে যোগদানের পর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন ইলিয়াস। এছাড়া কর্ণফুলী নদীর পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদসহ জেলা প্রশাসনকে গণমুখী করতে নানা উদ্যোগ নেন তিনি।

ইলিয়াস হোসেন বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করেছি। এটাই আমার সার্থকতা। মানুষের জন্য কাজ করেছি বলেই বিভাগের ১১টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছি।

ডেইলি বাংলাদেশ/এমআর